সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ মে ২০২৪ ২০ : ০৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বেনজির আক্রমণ অভিষেক ব্যানার্জির। এদিন দেবের সমর্থনে ঘাটালের কেশপুরে জনসভা ছিল অভিষেকের। সেখান থেকেই নাম না করে হিরণকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, 'দীপক অধিকারী বছরে তিনটে করে সিনেমা করে, ওর রাজনীতি করার দরকার পড়ে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে, চার বছরে একটাও সিনেমা পায়নি। কাজ নেই তো, তাই পয়সা কামাতে এসেছে।' এদিন সভা থেকে হিরণের নাম মুখে আনেননি তিনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছে হিরণ এই মন্তব্য করে তিনি বলেন, 'ওটার নামও নেব না। যত সব দু’নম্বরি লোক। আমরা যে ক’টাকে দল থেকে বার করে দিই, বিজেপি তাদের মাথার উপর তুলে রাখে।
কোথায় দীপক অধিকারী আর কোথায় ওই দু’নম্বরি প্রার্থী।’ এর আগেও দেবের সমর্থনে রোড শোয়ে এসে হিরণকে আক্রমণ করেছেন অভিষেক। জানিয়েছেন, তৃণমূলে যোগ দিতে চেয়ে হিরণ যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে এসে দেখাও করেন। সিসিটিভি ফুটেজ রয়েছে। এদিনও সেই প্রসঙ্গ তুলে আক্রমণ করেছে বিজেপি প্রার্থীকে। শুধু বিজেপিকেই নয় কেশপুর থেকে সিপিএমকেও আক্রমণ করেন অভিষেক। বলেন, এই এলাকা একসময় সিপিএমের হার্মাদদের দখলে ছিল। আপনাদের জন্যেই ওদের বিতাড়িত করতে পেরেছি। আমি ভোট চাইতে আসিনি, এসেছি ধন্যবাদ জানাতে।